World

যে কোনও মুহুর্তে লাগবে পরমাণু যুদ্ধ, হুঁশিয়ারি কিমের

Published by
News Desk

উত্তর কোরিয়ার অবস্থান ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে। এবার রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল কিম সরকার। উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিমের তরফে রাষ্ট্রসংঘকে জানানো হয়েছে, পিয়ংইয়ংয়ের পক্ষে এখনই পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ সম্ভব নয়। কারণ আমেরিকা তাদের দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্রে আক্রমণের ভয় দেখাচ্ছে। ফলে তাদেরও তৈরি থাকতে হচ্ছে। আত্মরক্ষার প্রয়োজনে তাদেরও পরমাণু অস্ত্র মজুত করতে হয়েছে। এখন তাদের যে হাইড্রোজেন বোমা বা পরমাণু বোমা রয়েছে তাতে আমেরিকা উড়িয়ে দিতে তাদের অসুবিধা হবে না।

তবে হ্যাঁ, আমেরিকা যদি তাদের ভূখণ্ড দখলে হাত বাড়ায় তবেই আমেরিকার ওপর প্রতিশোধ নেবে তারা। কিমের অভিযোগ, আমেরিকা সারাক্ষণই উত্তর কোরিয়া দখলের ছক কষে।

Share
Published by
News Desk