World

প্রেমিকের সামনেই কম্বলকে বিয়ে করলেন এক তরুণী

শুনে কিছুটা থমকে যেতে হয়, তবে এটাই সত্যি। তিনি এক কম্বলকে বিয়ে করেছেন। তাও আবার তাঁর প্রেমিকের সামনে। কেন কম্বলকে বিয়ে তারও ব্যাখ্যা দিয়েছেন তরুণী।

Published by
News Desk

এক তরুণী একটি কম্বলকে বিয়ে করেছেন। এটাও জানিয়েছেন যে কম্বলের প্রতি তাঁর ভালবাসা একেবারেই লাভ অ্যাট ফার্স্ট সাইট। অর্থাৎ প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। মানুষের নয়, কম্বলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি।

তারপর তিনি স্থির করেন প্রেমিক নয়, কম্বলকেই বিয়ে করবেন তিনি। নিজের সিদ্ধান্ত পরিবারের সকলকে জানিয়ে দেন। তারপর পরিবার, বন্ধু এমনকি প্রেমিকের সামনেই কম্বলকে বিয়ে করেন তিনি।

এমনটা মনে করার কোনও কারণ নেই যে প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়ায় এমন একটা আজগুবি সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। একেবারেই তা নয়। বরং তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন তাঁর প্রেমিকও।

ব্রিটেনের বাসিন্দা ওই মহিলার দাবি, যে কম্বলটির তিনি প্রেমে পড়েছিলেন সেটির মত আরাম তাঁকে আর কেউ দিতে পারেনা। কম্বলটি গায়ে দিলে তাঁর খুব সুন্দর একটা অনুভূতি হয়।

সেইসঙ্গে তাঁর খারাপ সময় হোক বা ভাল সময়, কম্বলটি তাঁর পাশেই থাকে। তাঁকে একা হতে দেয়না। কম্বলটির সঙ্গে তিনি ছবিও শেয়ার করেন ইন্টারনেটে।

সব মিলিয়ে এক মহিলার সঙ্গে কম্বলের বিয়ে নিয়ে ব্রিটেন তো বটেই তামাম বিশ্বের সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। কম্বলের সঙ্গে ওই তরুণীর বিয়েতে নিমন্ত্রিত অতিথিও কম ছিলেন না।

শতাধিক নিমন্ত্রিত ওই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। ছিল ড্রেস কোডও। অর্থাৎ বিশেষ পোশাকেই নিমন্ত্রিতদের আসতে হয় কম্বল ও তরুণীর বিয়েতে।

Share
Published by
News Desk

Recent Posts