World

আইএসের চেয়েও বড় আতঙ্ক এখন রাশিয়া, দাবি ব্রিটিশ সেনা প্রধানের

Published by
News Desk

আইএস-এর মত ভয়ংকর সন্ত্রাসবাদী সংগঠনের চেয়েও বড় ভয় এখন রাশিয়া। ব্রিটেনের জন্য রাশিয়া এখন আইএসের চেয়েও ভয়ংকর। শনিবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন ব্রিটেনের সেনা প্রধান জেনারেল মার্ক কার্লেটন স্মিথ। রাশিয়া এখন পশ্চিমী দুর্বলতাগুলোকে ঠিকঠাক কাজে লাগাতে শুরু করেছে। বিশেষত সাইবার, মহাকাশ এবং জলের তলার যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে রাশিয়া এখন আলকায়দা বা আইএসের চেয়েও বড় আতঙ্কে পরিণত হয়েছে।

এর আগে ইংল্যান্ডের সলসবারিতে এক প্রাক্তন রাশিয়ান গুপ্তচরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। যদিও রাশিয়া এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে সাইবার অ্যাটাকের অভিযোগও উঠছে। কিন্তু সেই অভিযোগও অস্বীকার করেছে পুতিনের দেশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts