World

দত্তক নিতে গিয়ে ব্রিটেনে জাতিবিদ্বেষের শিকার শিখ দম্পতি

Published by
News Desk

কোনও জাতি, ধর্ম, বর্ণভেদে নয়, তাঁরা একটা শিশু চেয়েছিলেন। দত্তক নিয়ে তাকে বড় করে তুলতে চেয়েছিলেন। চেয়েছিলেন যতটা সম্ভব খুশি এক অনাথ শিশুকে দেওয়া যায় ততটাই দিতে। কিন্তু তাঁরা চাইলে কী হবে, তথাকথিত প্রথম বিশ্বের দেশ ব্রিটেনের এক অ্যাডপশন এজেন্সি ব্রিটেনের বাসিন্দা এক শিখ দম্পতিকে সাফ জানিয়ে দিয়েছে সাদা চামড়ার শিশুদের ক্ষেত্রে তারা ইউরোপিয়ানদের আবেদনকে অগ্রাধিকার দেবে। যার মানে দাঁড়ায় ভারতীয় বা পাকিস্তানি দম্পতিদের চাইলেও সাদা চামড়ার অনাথ শিশুদের দেওয়া হবে না। সে তাঁরা তাকে ভালভাবে বড় করার ক্ষমতা রাখুন বা নাই রাখুন। এই ঘটনা মিডিয়া সামনে আনতে ব্রিটেন জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে এমন জাতিবিদ্বেষ মেনে নেননি সন্দীপ ও রিনা মন্দার। সুবিচার চেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্রিটেনের মানবাধিকার সংগঠনগুলি।

 

Share
Published by
News Desk