World

হ্যারি-মেগানের নামে দেদার বিকচ্ছে কন্ডোম

Published by
News Desk

রাজপুত্রের জাঁকজমকপূর্ণ বিয়ের যজ্ঞ সমাপন। তা বলে উৎসবের মেজাজ হারাননি ইংল্যান্ডবাসী। ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারিকে মাথায় করে রেখেছেন ব্রিটিশরা। সকলের মনের মণিকোঠায় ঠাঁই হয়েছে প্রিন্সের ঘরণী মেগান মার্কলের। ব্রিটিশ রাজ ঘরানার সদ্য বিবাহিত যুগলের জন্য এখন নানা ভাবে আসছে শুভেচ্ছা! তাই রাজ পরিবার তাঁদের মত করে প্রিন্স হ্যারির বিয়ে দিলেও বিবাহ পরবর্তী অঘোষিত আনন্দানুষ্ঠানে সামিল হয়েছে গোটা ব্রিটেন। সে এক ভারী অদ্ভুত মজার অনুষ্ঠান। এই যেমন, নতুন বিয়ের গন্ধ লেগে আছে রানি দ্বিতীয় এলিজাবেথের আদরের ছোট নাতি ও নাতবউয়ের গায়ে। তাঁদের নব দাম্পত্য জীবনে মিলনের আনন্দ মুহুর্তে ঝড় তুলতে বাজারে নবরূপে হাজির ব্রিটেনের একটি জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারী সংস্থা!

প্রিন্স হ্যারি ও মেগানকে উৎসর্গ করে নতুন ফ্লেভারের কন্ডোম বাজারে এনেছে সংস্থাটি। তাঁদের দাবি, ‘প্রিন্স হ্যারি’-র উপযুক্ত করে বিশেষভাবে বানানো হয়েছে কন্ডোমটিকে। যার কথা ভেবে সেই কন্ডোম তৈরি হয়েছে, তিনি অবশ্য কন্ডোমটি ব্যবহার করছেন কিনা জানা নেই! তবে ব্রিটেনের পুরুষদের মধ্যে ওই সংস্থার কন্ডোম নিয়ে এখন আগ্রহ তুঙ্গে! শুধু কন্ডোমেই থেমে থাকেনি প্রিন্স হ্যারির বিবাহ মহোৎসব পালনের পর্ব। ইংল্যান্ডের বিভিন্ন খাবারের দোকানে বিক্রি হচ্ছে রাজকুমারের চুলের রঙের চিকেন স্যসেজ! কোথাও বিক্রি হচ্ছে হ্যারি ও মেগানের নামাঙ্কিত কাপ কেক। কোথাও দোকানিরা বিক্রি করছেন রাজকীয় জুটির ছবি আঁকা কফি মাগ। পোশাকের দোকানে বিক্রি হচ্ছে মেগানের ছবি সম্বলিত সুইম স্যুট, টি শার্ট, টুপি, রুকস্যাক। বিক্রি হচ্ছে পুতুল, মোজা, কার্ড বোর্ড মায় কুকুরের গলার নেক চেন। সব জিনিসই হ্যারি ও মেগানময়। গয়নার দোকানও সামিল হয়েছে সেই আনন্দানুষ্ঠানে। অলঙ্কারের দোকানগুলিতে দেদার বিকোচ্ছে হীরের আংটি। যা আদপে মেগানের এনগেজমেন্ট আংটির আদলে তৈরি। সব মিলিয়ে প্রয়াত প্রিন্সেস ডায়নার আদরের ছোট ছেলের বিয়ে উপলক্ষে বহুদিন পরে খুশিতে পাগলপারা ব্রিটেনবাসী।

Share
Published by
News Desk