জ্যাকপট জিতলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী, পেলেন চাঁদের অজানা দিকের মাটির
চাঁদের যে দিকটি এখনও মানুষের কাছে কার্যত অজানা, সেই দিকের মাটির নমুনা হাতে পেলেন এক ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। যা জ্যাকপট পাওয়ার সমান বলে মনে করা হচ্ছে।

চিনের চ্যাঙ্গই মিশন চাঁদের অচেনা দিকের মাটির নমুনা সংগ্রহ করে ২০২০ সালে। প্রায় ২ কেজির মত নমুনা সংগ্রহ করে। তারপর ফেরত আসে পৃথিবীতে। ২০২৪ সালে নমুনা নিয়ে সেটি ফেরত আসার সময় মঙ্গোলিয়াতে অবতরণ করে। সেই নমুনা হাতে পান চিনের বিজ্ঞানীরা।
এটাই ছিল প্রথম কোনও দেশের চাঁদের অদেখা দিকের মাটি সংগ্রহ করা। ফলে সে মাটির গুরুত্ব বিজ্ঞানীদের কাছে কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সেই মাটির নমুনা চাঁদের জন্মবৃত্তান্ত ও ক্রম পরিবর্তন সম্বন্ধে পরিস্কার ধারণা দিতে পারবে বলে মনে করেন বিজ্ঞানীরা। ফলে ওই নমুনা বিজ্ঞানীদের কাছে সোনার চেয়েও দামি।
চিনের নিয়ে আসা সেই নমুনা প্রথম চিনের বাইরে যিনি হাতে পেলেন তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। নাম মহেশ আনন্দ। তিনি থাকেন ব্রিটেনে। সেখানেই গবেষণা করছেন।
তাঁর নেতৃত্বে একটি গবেষণা দলও রয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, আনন্দই প্রথম ব্যক্তি যিনি এই বিশ্বে চিন ছাড়া এই ধুলো হাতে পেলেন।
প্রসঙ্গত চিন এই নমুনা চাঁদের মাটিতে ড্রিল করে ধুলো তৈরি করে তা ক্যাপসুলে ভরে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। মনে করা হচ্ছে মহেশ আনন্দ সেই ধুলো পরীক্ষা করে চাঁদের জন্মবৃত্তান্ত গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন। আর তা হলে সেটা ভারতের জন্যও অত্যন্ত গর্বের বিষয় হবে।