Entertainment

বিদেশের মাটিতে শাহরুখ, কাজলের মূর্তি, বিরল কৃতিত্বে ভারতীয় সিনেমা

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় সরষে ক্ষেতে শাহরুখ ও কাজলের একটি দৃশ্যই পোস্টার হয়েছিল। ৩০ বছর পর বিদেশের মাটিতে সেটাই মূর্তি হয়ে উঠল।

Published by
News Desk

শাহরুখ খান ও কাজলের জুটি ৯০-এর দশকে যথেষ্ট প্রশংসা পেত। মানুষের ভাল লাগত এই জুটি। শাহরুখ কাজলের জুটিতে ভারতীয় সিনেমার অন্যতম সফল সিনেমা ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। সেই সিনেমা এবার ৩০ বছর পূর্ণ করল।

সুপারহিট সেই সিনেমায় শাহরুখ ও কাজলের সরষে ক্ষেতের মাঝে একটি দৃশ্য মানুষের মন কেড়েছিল। সেটা পোস্টারও হয়েছিল সিনেমার। সেটাই যে ৩০ বছর পর বিদেশের মাটিতে মূর্তি হয়ে সামনে আসবে কে ভেবেছিল!

ভারতীয় সিনেমার জন্য এটা অবশ্যই এক বড় সম্মান। লন্ডন শহরের লেস্টার স্কোয়ারে শাহরুখ ও কাজলের সেই ডিডিএলজে সিনেমার সরষে ক্ষেতে ঘনিষ্ঠ ছবি মূর্তি হয়ে সামনে আসতে চলেছে। কয়েক দিনের মধ্যেই এই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন।

লন্ডনের মত শহরে একটি ভারতীয় সিনেমার নায়ক নায়িকাকে এভাবে সম্মান প্রদর্শনে অবশ্যই ভারতীয় সিনেমার প্রতি ব্রিটেনের বাসিন্দাদের ভালবাসা প্রকাশিত হয়েছে।

২০ লক্ষের ওপর ব্রিটিশ দক্ষিণ এশিয় কমিউনিটি রয়েছে ব্রিটেনে। তারা এই রোমান্টিক সিনেমাটিতে এতটাই মজেছিল যে এই মূর্তি তাদের সেই ভালোলাগার চিহ্ন হয়ে সামনে আসছে।

লন্ডনের মত শহরের মাঝে এই মূর্তি ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে গর্বিত করার মত ঘটনা। এমনকি ভারতবাসী হিসাবেও লন্ডনের লেস্টার স্কোয়ারে এই মূর্তির সামনে দাঁড়ানোটা গর্বের। আর অবশ্যই বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নায়িকা কাজলের জন্য এটা জীবনের এক অন্যতম প্রাপ্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk