World

গলফের মাঠে গর্তের সঙ্গে সঙ্গমে লিপ্ত যুবক! ভাইরাল ভিডিও

Published by
News Desk

এবার থেকে ইংল্যান্ডের বেবিংটন শহরের ব্র্যাকেনউড গলফ কোর্সে যাওয়ার আগে গলফের শৌখিনরা অন্তত দশবার ভাববেন। এতদিন গলফ কোর্সে কেবল গলফ খেলাই হত বলে জানতেন অ্যারিস্টোক্র্যাটরা। সেই ধারণাই আমূল বদলে দিল ইংল্যান্ডের এক অজ্ঞাতপরিচয় যুবক। অভিযোগ, গলফ কোর্সের সবুজ ময়দানের গর্তে পুরুষাঙ্গ ঢুকিয়ে যৌন সঙ্গম করছিলেন ওই যুবক। দূর থেকে সেই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মাঠে উপস্থিত জনা কয়েক খেলোয়াড়। সঙ্গে সঙ্গে যুবকের বিকৃত আচরণের দৃশ্য ফোনের ক্যামেরায় রেকর্ড করে নেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেই ভিডিও নিমেষের মধ্যে ‘ভাইরাল’ হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে গলফের মাঠে উপুড় হয়ে শুয়ে রয়েছেন এক যুবক। তাঁর দেহের উর্ধ্বাঙ্গ কোমর অবধি অনাবৃত। কালো রঙের প্যান্ট নেমে এসেছে হাঁটুর কাছে। কাউকে তোয়াক্কা না করে লজ্জার মাথা খেয়ে কোর্সের ৯ নম্বর গর্তের সঙ্গে যৌন সঙ্গম করছেন ওই যুবক! হাতে তাঁর গলফ ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগ দিয়ে যুবক ঠিক কী করার চেষ্টা করছেন তা যদিও স্পষ্ট নয়। ভিডিওয় বেশ কিছুক্ষণের অস্বাভাবিক শরীরী খেলা সম্পন্ন হওয়ার পর পোশাক ঠিক করে উঠে পড়তে দেখা যায় যুবককে। তারপর কিছুই যেন হয়নি, এমন ভাব করে ময়দান ছেড়ে বেড়িয়ে যান তিনি।

প্রকাশ্যে গলফের মাঠে বহিরাগত যুবকের এমন উন্মত্ত আচরণের ভিডিও হাসির রোল তোলে নেট দুনিয়ায়। কেউ আবার গোটা বিষয়টায় যারপরনাই বিরক্ত। খেলার মাঠে এহেন বিকৃত আচরণের জন্য যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুবকের খোঁজ করছে পুলিশ।

Share
Published by
News Desk