World

শারজায় ভারতীয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Published by
News Desk

মরুশহর শারজার রোলা এলাকা থেকে উদ্ধার হল এক ভারতীয় যুবকের দেহ। বছর ২৫-এর ওই যুবকের দেহ উদ্ধার হয় তাঁর ঘার থেকেই। ঘরে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দেহটি ফরেনসিক দফতরে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও পরিস্কার নয়। ওই যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে কোনওভাবে খুন করা হয়েছে? সেসব প্রশ্নেরই জট ছাড়ানোর চেষ্টা করছে শারজার পুলিশ। তবে এখনও ওই যুবকের পরিচয় জানতে পারেনি তারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts