World

ওয়াশিং মেশিনে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর

Published by
News Desk

বাড়িতে ছোট্ট শিশুটি তার দিদিমা ও কাকার সাথেই ছিল। হঠাৎই সে বাড়ির লন্ড্রি ঘরের দিকে চলে যায়। সেখানে সে দেখতে পায় একটি ওয়াশিং মেশিন। পুলিশের অনুমান, শিশুমন ঔৎসুক্য থেকেই ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনটির দরজা খুলে ফেলে ও তার ভেতরে ঢোকে। তারপর সে ভেতর থেকেই মেশিনের দরজা বন্ধ করে দেয়।

অটোমেটিক মেশিন হওয়ায় দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যায় সেটি। ছোট্ট শিশুটি মেশিনের ভেতরেই আটকে পড়ে। মেশিনে তখন গরম জল ভর্তি ছিল। সেই জলে ডুবে মৃত্যু হয় ৪ বছরের শিশুটির। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহীর আজমানে।

ইতিমধ্যে শিশুটির মা তাকে নিতে পৌঁছন। তখনই পুরো ঘটনা সামনে আসে। শিশুটির কাকা ওয়াশিং মেশিনের দরজা ভেঙে ছোট্ট নিথর দেহ বার করে আনেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts