World

ফ্ল্যাটে মিলল ব্যান্ডের গিটারিস্টের দেহ

Published by
News Desk

স্থাপত্য নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সেইসঙ্গে রকব্যান্ড বলতে পাগল ছিলেন। গিটার নিয়েই কেটে যেত দিন। বাজনা ছিল তাঁর একমাত্র ভালবাসা। বন্ধুমহলে স্যাগি নামে পরিচিত সেই ২২ বছরের ঝকঝকে যুবক হিমাংশু শর্মার নিথর দেহ উদ্ধার হল তাঁর আবাসনের ফ্ল্যাট থেকে। মেটাল হেড নামে একটি ব্যান্ডের গিটারিস্ট ছিলেন হিমাংশু। সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দা হিমাংশু আবুধাবির গারহুদ এলাকার একটি আবাসনে থাকতেন।

পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক রিপোর্টে তাঁর মৃত্যুতে অস্বাভাবিকতা মেলেনি বলেই নিশ্চিত করেছে সে দেশের পুলিশ। হিমাংশুর মৃত্যুতে অবাক এবং শোকস্তব্ধ তাঁর বন্ধুরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts