World

প্রাক্তন প্রেমিককে খুন করে দেহ টুকরো করে রেঁধে ফেলল যুবতী

Published by
News Desk

প্রায় ১ মাস ধরে নিখোঁজ ভাইয়ের খোঁজ করতে গিয়ে তাঁর প্রাক্তন প্রেমিকার বাড়িতে একটি দাঁত দেখতে পান দাদা। সেই দাঁত দেখে সন্দেহ হয় তাঁর। সেই দাঁতই ধরিয়ে দিল এক নৃশংস ঘটনা। ৩০ বছরের ওই যুবতী স্বীকার করে নিয়েছে নিজের অপরাধের কথা। সংযুক্ত আরব আমিরশাহী-র বিভিন্ন সংবাদপত্রে সেই খবরই প্রকাশিত হয়েছে।

আবুধাবির বাসিন্দা ওই মহিলা আদালতে স্বীকার করেছে, তার প্রাক্তন প্রেমিক তার সঙ্গে সম্পর্ক তৈরি করেও এক সময়ে তাকে ছেড়ে দেয়। সেই রাগ তার মনের মধ্যে পোষা ছিল। পরে বাড়িতে ডেকে ওই যুবককে হত্যা করে সে। তারপর তার দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে। সেই ছোট ছোট টুকরো দিয়ে রেঁধে ফেলে একটি মরোক্কান পদ। এরপর সেই পদটি একটি নির্মাণকাজে কর্মরত শ্রমিকদের খাইয়ে দেয়। কিন্তু এতকিছুর পরও শেষ রক্ষা হয়নি। একটা দাঁত ধরিয়ে দিল তাকে।

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts