World

জোরে কথা বলায় রুমমেটকে ছুরি মেরে হত্যার অভিযোগ

Published by
News Desk

রুমমেট নাকি জোরে ফোনে কথা বলছিলেন। আর তাতেই রেগে যায় তারই ঘরে থাকা এক ভারতীয় শ্রমিক। রাগের মাথায় তাঁকে ছুটি মেরে হত্যা করে সে। এমনই অভিযোগে গ্রেফতার ওই ভারতীয় শ্রমিকের বিচার চলছে সংযুক্ত আরব আমীরশাহীর একটি আদালতে। এমনই জানাচ্ছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমগুলি।

আদালতে সরকারী আইনজীবী দাবি করেন, অভিযুক্ত ওই ভারতীয় শ্রমিক একটি বড় ছোরা মৃত ব্যক্তির পেটে ঢুকিয়ে দেয়। তারপর তা টেনে বার করে সেখান থেকে পালিয়ে যায়। প্রবল রক্ত বার হওয়ায় মৃত্যু হয় মোবাইলে কথা বলা ওই ব্যক্তির। মামলাটি এখনও আদালতের বিচারাধীন।

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts