World

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর কোনটি, ভারতের কোন শহর রয়েছে তালিকায়

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের নাম প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে একটি তালিকাও প্রকাশিত হয়েছে। যেখানে ক্রমতালিকায় বিভিন্ন শহরের নাম জায়গা পেয়েছে।

Published by
News Desk

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর কোনটা? এ প্রশ্ন করা হলে কেউ হয়তো বলবেন, প্যারিস, কেউ বলবেন লন্ডন, কেউ বলবেন ভারতের কোনও শহরের নাম। কিন্তু যে শহরটা তালিকার ১ নম্বরে রয়েছে তা গত ৯ বছরই ১ নম্বর স্থান ধরে রেখেছে।

এখানে বলে রাখা ভাল যে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকা তৈরি হয় সেখানকার ক্রাইম রেট মাথায় রেখে। নামবিও ডাটাবেস ধরে এই তালিকা প্রকাশিত হয়। যেখানে প্রথম স্থান পেয়েছে আবুধাবি।

সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী শহর ৯ বার তার জায়গা ১ নম্বরে ধরে রাখল। এখানকার সুরক্ষিত জীবন, স্থিতিশীলতা এবং উন্নতমানের জীবনযাত্রাও তার প্রথম স্থানাধিকারের অন্যতম খতিয়ান হয়ে উঠে এসেছে।

আবুধাবির পর দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা শহরটি। তৃতীয় ও চতুর্থ স্থানে ফের সংযুক্ত আরব আমিরশাহীর ২ শহর দুবাই ও শারজা জায়গা পেয়েছে। পঞ্চম স্থানে রয়েছে তাইওয়ানের তাইপে।

ষষ্ঠ স্থান পেয়েছে বাহরাইনের মানামা। সপ্তমে ওমানের মাস্কাট। অষ্টমে নেদারল্যান্ডসের দ্যা হেগ। নবমে নরওয়ের ট্রনহেইম। দশমে নেদারল্যান্ডসের আইনধোবেন। এই তালিকা থেকে পরিস্কার যে বিশ্বের প্রথম ৭টি সুরক্ষিত শহরই রয়েছে এশিয়ায়। তার আবার অধিকাংশই মধ্যপ্রাচ্যে।

এখানে মনে হতেই পারে ভারতের কোন শহর তালিকায় জায়গা পেয়েছে। নামবিও ২০২৫-এর তালিকা অনুযায়ী ভারতের আমেদাবাদ তালিকার ৭৭ নম্বরে, জয়পুর ৯৬ নম্বরে জায়গা পেয়েছে। ১৬৬ নম্বর স্থান পেয়েছে কলকাতা।

Share
Published by
News Desk