World

রয়েছে পাসপোর্ট, বিমানে চড়ে দেশবিদেশ ঘুরে বেড়ায় বাজপাখি

বাজপাখি উড়ে গেল এক দেশ থেকে অন্যদেশে। সকলেই ভাববেন ডানা মেলে। কিন্তু এই বাজপাখি বিমানে যাতায়াত করে। রয়েছে পাসপোর্টও।

Published by
News Desk

এক দেশ থেকে অন্যদেশে তো অনেকেই যান। মানুষের যাওয়ার জন্য সড়কপথ, আকাশপথ এবং জলপথ রয়েছে। কিন্তু একটি পাখি সহজেই ডানা মেলে পৌঁছে যেতে পারে এক দেশ থেকে অন্যদেশে।

বাজপাখি যথেষ্ট বড় এবং শক্তিশালী পাখি। সেও উড়ে যেতে পারে। একটি বাজপাখি এক দেশ থেকে অন্যদেশে উড়ে গেল। তবে সে ডানা মেলে উড়ে গেলনা। তাহলে কি ঘটল? সেটাই একটা মজার ঘটনা।

এক ব্যক্তিকে আবুধাবি বিমানবন্দরে একটি বাজপাখি হাতে নিয়ে দেখা যায়। তিনি জানান তিনি মরক্কো যাচ্ছেন। কিন্তু হাতে বাজপাখি কেন? সেও যাচ্ছে নাকি!

ওই ব্যক্তি নির্লিপ্ত ভাবেই জানান, বাজপাখিটিও যাচ্ছে। কিন্তু বিমানে ওঠার জন্য, অনেক দেশে বিমানে পাড়ি দেওয়ার জন্য তো পরিচয়পত্র লাগে?

এবার পাখির মালিক দেখান একটি পাসপোর্ট। যেটি তাঁর নয়, তাঁর পাখিটির। যে পাসপোর্টে এটাও পরিস্কার করা আছে যে বাজপাখিটি কোন কোন দেশে এর আগে গেছে।

বাজপাখির পাসপোর্ট? অবাক হয়ে যান অনেকেই। তবে বাজপাখি নিয়ে এতিহাদ বিমানে যাত্রা করার জন্য তৈরি ওই ব্যক্তি তাঁর বাজপাখিকে সঙ্গে নিয়ে বিমান যাত্রা করা নিয়ে নির্লিপ্তই থাকেন। সোশ্যাল মিডিয়ায় এই বাজপাখি নিয়ে এতিহাদ বিমানে ওড়া রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts