World

আজব কাণ্ড, ধুধু মরুভূমি, শুকনো পাহাড় রাতারাতি ঢেকে গেল সবুজে

ম্যাজিক নয়, কঠোর বাস্তব, কিন্তু ঘটনাটা ঘটল ম্যাজিকের মতন। যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ধুধু মরু প্রান্তর হোক বা শুকনো পাহাড়, রাতারাতি ঢেকে গেছে সবুজের চাদরে।

Published by
News Desk

মরুভূমি অঞ্চল তো বৃষ্টির অভাব, সবুজের অভাবের জেরেই মরু প্রান্তর। ধুধু সে প্রান্তরে শুকনো বালি মেশা জমি বঞ্জর হয়ে পড়ে থাকে বছরের পর বছর। তেমনই হয় তার আশপাশের পাহাড়গুলোতে।

সেগুলোও শুকনো নেড়া পাহাড় হয়ে পড়ে থাকে। সে প্রান্তরে প্রাণের চিহ্ন বড় একটা থাকেনা। সবুজ বলতে থাকে কিছু কাঁটা ঝোপ।

কিন্তু সেখানেই এবার ম্যাজিক হল। একটানা সে মরু প্রান্তরে বৃষ্টি হল। টানা বৃষ্টি চলল কয়েকদিন ধরে। আর সেই কয়েকদিনের বৃষ্টিতে ভিজে একসা হয়ে গেল সেই ধুধু মরু প্রান্তর।

টানা বৃষ্টির হাত ধরে সেখানে রাতারাতি গজিয়ে উঠল সবুজ ঘাস, গাছ। ছোট ছোট বুনো ফুল মাথা চাড়া দিয়েছে বৃষ্টিতে ভেজা বহু বহু দিনের শুকনো প্রান্তরে।

এমন কাণ্ডটা ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহীর বেশ কয়েকটি জায়গায়। সেখানে কয়েকদিন এমন টানা বৃষ্টি হয়েছে যা সেখানকার স্বাভাবিক আবহাওয়ার সঙ্গে একেবারেই বেমানান।

কিন্তু সেই বেমানান বৃষ্টি এবার শুকনো মরু প্রান্তরকে ঢেকে দিয়েছে সবুজের গালিচায়। যে ছবি দিয়ে এ ঘটনার কথা জানিয়েছে সেখানকার অনেক সংবাদমাধ্যম।

এমন সবুজ দেখে অভ্যস্ত নন সেখানকার মানুষ। তাই তাঁরাও বেজায় খুশি। চারধারে মরুভূমি দেখে অভ্যস্ত মানুষ এখন এত সবুজ দেখে চোখ ফেরাতে পারছেন না।

রাস্তার ধারে এমন সবুজ প্রাণের সঞ্চার দেখে তাঁরা যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না। দুবাই থেকে শারজা সহ ইউএই-এর অনেক জায়গায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে।

Share
Published by
News Desk

Recent Posts