National

কৃষি ঋণে স্বস্তি দিয়ে কৃষক বিক্ষোভে জল ঢালার চেষ্টা কেন্দ্রের

Published by
News Desk

মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভে কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসতে কৃষি ঋণের সুদে স্বস্তি দেওয়ার চেষ্টা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এদিনের মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ছোট অঙ্কের কৃষি ঋণে সুদের হার ৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শর্ত হল, ঋণের অঙ্ক ৩ লক্ষ টাকার বেশি হলে হবে না। ঋণের মেয়াদ ১ বছরের মধ্যে হতে হবে। এই দুই শর্ত পূরণ হলে কৃষকদের ঋণের অঙ্কের ওপর ৪ শতাংশ সুদ দিলেই হবে। এতদিন দিতে হত ৯ শতাংশ সুদ। এক্ষেত্রে কেন্দ্র বাকি ৫ শতাংশ সুদের বোঝা বহন করবে। এজন্য ১৯ হাজার কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্র।

 

Share
Published by
News Desk