National

লাল বাতি গাড়িকে ‘রেড সিগন্যাল’

Published by
News Desk

পয়লা মে থেকে ভারতের রাস্তায় আর লালবাতির গাড়ি দেখতে পাওয়া যাবে না। দেশ থেকে ভিআইপি সংস্কৃতি তুলে দিতেই এই পদক্ষেপ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কয়েকদিন আগে দেশের এই লালবাতি গাড়ি নিয়ে যাওয়ার মধ্যে একটা ভিআইপি ঔদ্ধত্য লুকিয়ে থাকে বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই এদিন মন্ত্রিসভার বৈঠকে ভিআইপিদের গাড়িতে লালবাতি লাগানোয় নিষেধাজ্ঞা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কেবলমাত্র আপৎকালীন পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স, দমকলের মত পরিষেবায় নীলবাতি গাড়িতে ব্যবহার করা যাবে। এজন্য মোটর ভেহিকলস আইনে প্রয়োজনীয় পরিবর্তনও করা হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ১লা মে থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা, কেউই আর গাড়িতে লালবাতির সুবিধে পাবেন না। অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন পরিস্কার জানিয়ে দিয়েছেন, এই নিয়ম কেন্দ্র ও রাজ্যকে কঠোরভাবে মেনে চলতে হবে।

Share
Published by
News Desk