Business

ভোটের মুখে ফের বাড়ল ডিএ, মন খুশি সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের জন্য বয়ে এল খুশির খবর। সামনেই ভোট। লোকসভা ভোটের আগে ফের বাড়ল সরকারি কর্মীদের ডিএ। আর ডিএ বাড়লে তো খুশি হওয়ারই কথা।

Published by
News Desk

সামনেই লোকসভা ভোট। তার আগে বাজার বেশ চড়া। জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক ক্ষেত্রেই ছেঁকা দিচ্ছে মধ্যবিত্তকে। জিনিসপত্রের বাড়তে থাকা দামের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা মাথায় রেখেই সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘভাতা বাড়িয়ে থাকে সরকার।

এবার ভোটের মুখে সেই মহার্ঘভাতাই ফের বাড়াল কেন্দ্রীয় ক্যাবিনেট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে গত বৃহস্পতিবার।

সেখানেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জানুয়ারির ১ তারিখ থেকে এই মহার্ঘভাতা বৃদ্ধি কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মী হিসাবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ ৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। পেনশনভোগীরা সেই সুযোগ ভোগ করবেন।

এই মহার্ঘভাতা বৃদ্ধি ৪৯.১৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারির মুখের হাসি চওড়া করেছে। অন্যদিকে মন ভাল হয়ে গেছে ৬৭.৯৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীর।

১ জানুয়ারি ২০২৪ থেকে এই মহার্ঘভাতা প্রযোজ্য হওয়ায় এরিয়ার হিসাবে বাকি টাকা তাঁরা পেয়ে যাবেন। এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের কোষাগারের ওপর চাপ কিছুটা হলেও বাড়াল।

এই অতিরিক্ত মহার্ঘভাতা সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের প্রদান করতে কেন্দ্রের বাৎসরিক অতিরিক্ত ১২৮৬৮.৭২ কোটি টাকা খরচ বাড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts