National

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর, ফের বাড়ল মহার্ঘভাতা

Published by
News Desk

জিনিসপত্রের দাম বাড়ছে। বাড়ছে দৈনন্দিন খরচ। সাম্প্রতিক সেই মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে এবার তাই ফের এক দফা মহার্ঘভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য ডিএ ও কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারিদের জন্য ডিআর বা ডিয়ারনেস রিলিফ ২ শতাংশ করে বৃদ্ধি করল কেন্দ্র। ১ জুলাই ২০১৮ থেকে এই নির্দেশ কার্যকরী হবে। ফলে গত মাসের মহার্ঘভাতার জন্য অতিরিক্ত মাইনের অর্থ সকলে এরিয়ার হিসাবে পেয়ে যাবেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে।

এরফলে ৪৮ লক্ষ ৪১ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও ৬২ লক্ষ ৩ হাজার কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারি উপকৃত হলেন। তাঁদের মুখের হাসি আরও চওড়া হল। এদিকে এই খবর শোনার পর ফের নতুন করে মূষরে পড়েছেন এ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারিরা। একে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘভাতার ফারাক বিশাল। তার ওপর এদিনের ঘোষণার পর সেই ফারাক আরও বড় হল।

Share
Published by
News Desk