National

১২ বছরের কম বয়সীদের ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজায় সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Published by
News Desk

১২ বছরের কম বয়সী শিশু ও নাবালিকাদের ধর্ষণে সর্বোচ্চ শাস্তির সাজায় সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কাঠুয়া, উন্নাও সহ দেশ জুড়ে বাড়তে থাকা শিশু ও নাবালিকা ধর্ষণের ঘটনায় নানা মহল থেকে সমালোচনার ঝড় আছড়ে পড়ছিল। তারপরই এদিন আলোচনায় বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই মৃত্যুদণ্ডের সাজার অর্ডিন্যান্সে সিলমোহর দেওয়া হয়।

কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর এবার অর্ডিন্যান্সটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়। রাষ্ট্রপতি সম্মতি দিলেই তা আইনে পরিণত হবে। আর তা হলে আগামী দিনে ১২ বছরের কম বয়সীদের ধর্ষণের ঘটনায় আদালত চাইলে দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডও দিতে পারবে। সেইসঙ্গে এই ধরণের মামলার নিষ্পত্তিতে ফাস্টট্র্যাক আদালতে বিচার চালান নিয়েও আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

Share
Published by
News Desk