Business

বাজেটে কিসের দাম বাড়ল, কিসেরই বা কমল, রইল তালিকা

প্রতিবছরই কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের যদি প্রথম নজর থাকে আয়কর কি হল সেদিকে, তো তারপরেই নজর থাকে কিসের দাম কমছে আর কিসের বাড়ছে সেদিকে।

Published by
News Desk

মধ্যবিত্তের কথা মাথায় রেখে তৈরি আয়কর কাঠামো সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। যাঁরা আয়কর প্রদান করেন এবং পুরনো কাঠামোতে প্রদান করেন, তাঁদের এবার ভেবে দেখতে হবে তাঁরা নতুন কাঠামোতে রিটার্ন জমার পথে হাঁটবেন কিনা।

বাজেটে আয়কর যেমন সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণ থাকে, তেমন তারপরেই বাজেটে তাঁদের কৌতূহলী নজর থাকে কিসের দাম কমতে চলেছে আর কিসের বাড়তে চলেছে সেদিকে। এবারও কিছু জিনিসের দাম বাড়তে চলেছে। কয়েকটি জিনিসের দাম কমতেও চলেছে।

এবার বাজেট অনুযায়ী যেসব জিনিসের দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, বিদেশে থেকে আমদানি করা পোশাক, বিদেশি জুতো, সোলার সেল, বিদেশি মোমবাতি, বিদেশি প্রমোদতরী, স্মার্ট মিটারের মত জিনিস।

অন্যদিকে যেসব জিনিসের দাম কমতে চলেছে সে তালিকায় রয়েছে, মোবাইল ফোন। ক্যানসারের মত মারণ রোগের ক্ষেত্রে জীবনদায়ী ৩৩টি ওষুধের দাম কমতে পারে। বৈদ্যুতিন গাড়িতে ব্যবহৃত ব্যাটারির দাম কমছে। ফলে বৈদ্যুতিন গাড়ির দাম কমতে পারে।

সুরিমির দাম কমছে। সুরিমি অর্থাৎ হিমায়িত মাছের পেস্ট। ভেজা নীল চামড়ার দাম কমছে। ফলে চর্মজাত কিছু জিনিসের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

জাহাজ তৈরির কাঁচামালে কর ছাড় কিছু জাহাজ তৈরির খরচ কমাতে পারে, লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমতে চলেছে। ৩ হাজার সিসি ইঞ্জিনের ওপর ক্ষমতাশালী ইঞ্জিন থাকা ৪০ হাজার ডলারের বেশি দামি গাড়ি আমদানির খরচ কমছে।

Share
Published by
News Desk

Recent Posts