Business

মধ্যবিত্তের স্বপ্ন পূরণ, ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে দিতে হবে না আয়কর

Published by
News Desk

কেন্দ্রীয় বাজেটে আমজনতার সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হল ব্যক্তিগত আয়কর ছাড়ের উর্ধ্বসীমা কত করল সরকার? অনেক সময় তা মানুষকে কিছুটা খুশি করেছে। কখনও হতাশ করেছে। কিন্তু শুক্রবার কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে যে ছাড়ের অঙ্কের কথা ঘোষণা হল তাতে সকলেই খুশি হতে বাধ্য।

ব্যক্তিগত ক্ষেত্রে বার্ষিক আয়ের ওপর আয়কর ছাড়ের উর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা করে দিল কেন্দ্র। ফলে আগামী অর্থবর্ষ থেকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের মানুষকে আয়কর প্রদান করতে হবে না।

এরসঙ্গে ৮০সি ধারা মেনে যদি আরও দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সঙ্গে যুক্ত প্রকল্পে বিনিয়োগ করা যায় তবে তাও কর ছাড়ের আওতায় পড়বে। অর্থাৎ আয়করের ক্ষেত্রে ৫ লক্ষ ও ৮০সি-তে আরও দেড় লক্ষ টাকা মিলিয়ে বার্ষিক রোজগারের ওপর সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত কর প্রদান করতে হবে না মানুষকে।

Share
Published by
News Desk