Business

গো-সুরক্ষায় জোর, তৈরি হবে ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’

Published by
News Desk

গো-মাতা রক্ষায় যা করার তা করবে সরকার। গরুর সম্মানরক্ষা ও সুরক্ষার বন্দোবস্ত করবে সরকার। এদিন বাজেট পেশ করতে গিয়ে এমনই জানালেন অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

গো উন্নয়নে ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’ তৈরি করা হবে বলে জানান তিনি। এই আয়োগ গরুর সংখ্যাবৃদ্ধি ও তার কার্যকারিতায় গুরুত্ব দিয়ে কাজ করবে।

গো কল্যাণের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়গুলিও দেখবে এই ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’। বাজেটে গো কল্যাণের ঘোষণার মধ্যে ফের লোকসভা নির্বাচনের আগে নরম হিন্দুত্ববাদ ফিরে এল বলেই মনে করছেন অনেকে।

Share
Published by
News Desk