Business

অনেকটাই বাড়ল ব্যাঙ্ক, ডাকঘরের সুদের ওপর টিডিএস ছাড়

Published by
News Desk

ব্যাঙ্ক বা ডাকঘরে টাকা জমা রেখে যে সুদ মেলে তার ওপর এতদিন বার্ষিক ১০ হাজারের ওপর টিডিএস কাটা হত। এদিন বাজেট ঘোষণায় তা বাড়িয়ে করা হল ৪০ হাজার টাকা।

অর্থাৎ সুদ ৪০ হাজার না পার করা পর্যন্ত কোনও কর দিতে হচ্ছে না। তারমানে এখন ফিক্সড ডিপোজিটেও ১০ হাজার পর্যন্ত সুদ নয়, ৪০ হাজার পর্যন্ত টাকা সুদে কোনও টিডিএস কাটা হবে না।

এদিন অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে জানান, বাড়ি কিনলে তাঁদের ওপর থেকে জিএসটি-র বোঝা কমাতে চায় সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএসটি কাউন্সিল একটি মন্ত্রী পরিষদ তৈরি করে দিচ্ছে। যাঁরা এ বিষয়ে সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। যত দ্রুত সম্ভব সেই সিদ্ধান্তের কথা জানাবেন।

Share
Published by
News Desk