Business

প্রতিরক্ষা বরাদ্দে চমক দিলেন অর্থমন্ত্রী

Published by
News Desk

ভারতের প্রতিরক্ষা খাতে একটা বড় অঙ্কের বরাদ্দ প্রতিবারই বাজেটে নজর কাড়ে। কিন্তু এবার অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে দেশের অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল রীতিমত চমক দিয়েছেন। ৩ লক্ষ কোটি টাকার ওপর প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছেন তিনি। যা ভারতে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে এই প্রথম।

এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন পড়লে ভবিষ্যতে অতিরিক্ত অর্থও বরাদ্দ করা হবে। দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা ও যে কোনও অবস্থার জন্য তৈরি থাকতে প্রতিরক্ষা খাতে এই বরাদ্দ করা হয়েছে।

বাজেট পেশ করতে গিয়ে মন্ত্রী জানান, চিন ও পাকিস্তান, এই ২ দেশের থেকেই সীমান্তে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ভারতীয় সেনাকে। সেকথা মাথায় রেখেও প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। সেইসঙ্গে তিনি জানান, সরকার সেনাদের জন্য এক পদ, এক পেনশন প্রকল্প চালু করে দিয়েছে।

Share
Published by
News Desk