Business

বাজেটে কিসের দাম বাড়ল, কিসেরই বা দাম কমল

Published by
News Desk

বাজেটে আয়করের পর সাধারণ মানুষ সবচেয়ে বেশি চেয়ে থাকেন যে দিকে তা হল কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, আর কোন কোন জিনিসের দাম কমতে চলেছে। এই তালিকায় চোখ না বুলতে পারলে বাজেটের খবর নেওয়া সম্পূর্ণ হয়না। এবারও অর্থমন্ত্রীর ঘোষণা থেকে অনুমেয় যে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে।

শুক্রবার যে বাজেট অর্থমন্ত্রী পেশ করেছেন তার দিকে নজর দিলেই বোঝা যায় সেস, অন্তঃশুল্ক ও বহিঃশুল্ক কোথায় কী পরিবর্তন হয়েছে। আর তা থেকে পরিস্কার যে কোন জিনিসের দাম আগামী দিনে বেশি দিতে হবে আর কোনটার কম। যে জিনিসগুলির দাম কমেছে সেগুলির মধ্যে রয়েছে বেশ কিছু কাঁচামাল ও ক্যাপিটাল গুডস, যা আদপে দেশের উৎপাদন শিল্পকে সাহায্য করবে। যেমন রয়েছে, অ্যালয় রিবন, ন্যাপথা, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সহ কিছু রাসায়নিক। এছাড়া দাম কমতে পারে উলের।

দাম কমার পাশাপাশি দেখে নেওয়া যাক দাম বাড়ল কোন কোন জিনিসের। এই তালিকা নেহাত ছোট নয়। যার মধ্যে রয়েছে, পেট্রোল, ডিজেল, সোনা, দামি ধাতু, বিদেশ থেকে আনা বই, কাজু, টাইলস, ভিনাইল ফ্লোরিং, গাড়ির যন্ত্রাংশ, সিন্থেটিক রবার, সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা, সিগারেট। এমন বেশ কিছু জিনিস যা কিন্তু আমজনতার প্রাত্যহিক জীবনে কাজে লাগে।

Share
Published by
News Desk

Recent Posts