Business

২০২২-এর মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ, ১১৪ দিনে তৈরি হবে নতুন বাড়ি

Published by
News Desk

২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। শুক্রবার এমনই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুধু বিদ্যুৎ বলেই নয়, সব গ্রামীণ পরিবারেই গ্যাস পৌঁছে দেওয়া হবে ২০২২ সালের মধ্যে বলে আশ্বস্ত করেন তিনি। উজ্জ্বলা ও সৌভাগ্য যোজনার আওতায় এই সুবিধা পাবেন দেশের প্রতি কোণার মানুষ। এই লক্ষ্য স্থির করেছে দ্বিতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকার।

২০২২ সালের মধ্যে সকলের জন্য বাড়ির লক্ষ্যও স্থির করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.৯৫ কোটি বাড়ি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিটি বাড়িতে থাকবে টয়লেট, বিদ্যুৎ ও রান্নার গ্যাসের সুবিধা। দ্রুত তৈরিও হবে দ্বিতীয় দফার এই বাড়িগুলি। এতদিন বাড়িগুলি তৈরিতে সময় লেগেছে ৩১৪ দিন। কিন্তু এখন বাড়ি তৈরির প্রযুক্তি উন্নত হয়েছে। তাই আগামী দিনে এই বাড়ি তৈরি হবে ১১৪ দিনে। ফলে দ্রুত বাড়িতে বসবাস শুরু করতে পারবেন যাঁদের প্রাপ্য তেমন মানুষজন।

বাজেটে এদিন মৎস্য উৎপাদন সহ নানা বিষয়ে জোর দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় এই মৎস্য উৎপাদন বাড়ানো হবে। যা মৎস্য চাষিদের জন্য উপকারি হতে চলেছে। এছাড়া পারম্পরিক শিল্পের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। যেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে বাঁশের তৈরি নানা জিনিসের উৎপাদন, মধু উৎপাদন ও খাদির জিনিসপত্র তৈরি। এজন্য ১০০টি নতুন ক্লাস্টার তৈরি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। ৫০ হাজার মানুষ এরফলে উপকৃত হবেন। এঁরা অধিকাংশই দরিদ্র মানুষ। এঁদের রোজগার কিছুটা বাড়ার সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। সরকার যদি এক্ষেত্রে জোর দেয়, যদি পারম্পরিক শিল্পে জোর আরও বাড়ে তাহলে তার বিদেশেও বাজার রয়েছে বলে মনে করছেন অনেকে। তা এর উৎপাদনের সঙ্গে জড়িত মানুষের উপকারে লাগবে।

Share
Published by
News Desk

Recent Posts