Business

অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ১৫ হাজারের কম রোজগার হলে ৩ হাজার পেনশন

Published by
News Desk

ভারতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সংখ্যা বর্তমানে ৪২ কোটি। এই বিপুল সংখ্যক কর্মীর অধিকাংশেরই মাসিক রোজগার ১৫ হাজার টাকার কম। এমন অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য ৩ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এদিন ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করে গিয়ে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানান এই প্রকল্প চালু হলে সম্ভবত এটাই হবে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য বিশ্বের সবচেয়ে বড় পেনশন প্রকল্প। এই প্রকল্পের আওতায় কোনও শ্রমিক ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর মাসিক ৩ হাজার টাকা করে পেনশন চালু হবে।

অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় বিড়ি শ্রমিক থেকে পরিচারক-পরিচারিকা, রিক্সা চালক থেকে কৃষি ক্ষেত্রের শ্রমিক সকলেই উপকৃত হবেন। যদিও এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য সামান্য ব্যয়ভার বহন করতে হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের।

কেমন ব্যয়ভার? ২৯ বছর বয়স বা তার বেশি বয়সে এই প্রকল্পে যুক্ত হতে হলে তাঁকে প্রতি মাসে ১০০ টাকা করে জমা করতে হবে। অর্থাৎ বছরে দিতে হবে ১ হাজার ২০০ টাকা। আর ১৮ বছরের পর থেকে ২৯ বছরের আগে এই প্রকল্পের আওতাভুক্ত হলে তাঁকে প্রতি মাসে ৫৫ টাকা করে দিতে হবে।

Share
Published by
News Desk