Business

করমুক্ত গ্র্যাচুইটির সীমা আরও বাড়াল কেন্দ্র

Published by
News Desk

এতদিন পর্যন্ত করমুক্ত গ্র্যাচুইটির সীমা ছিল ২০ লক্ষ টাকা। যা গত মার্চেই বৃদ্ধি করেছিল কেন্দ্র। এদিন ফের করমুক্ত গ্র্যাচুইটির অঙ্ক বাড়াল তারা। শুক্রবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, এতদিন করমুক্ত গ্র্যাচুইটির অঙ্ক ছিল ২০ লক্ষ টাকা। তা বাড়িয়ে করা হল ৩০ লক্ষ টাকা।

কোনও সংস্থায় যদি ১০ বা তার বেশি কর্মী থাকেন এবং সেখানে কোনও কর্মী ওই সংস্থায় ৫ বছরের বেশি কাজ করে ফেলেন তবে তিনি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট-এর আওতায় এই সুবিধা পেতে পারেন।

যাঁরাই ৫ বছরের বেশি একটি চাকরিতে যুক্ত তাঁরা এই সুবিধার আওতায় আসবেন। পয়লা মার্চ ২০১৮-তেই বেসরকারি কর্মচারিদের জন্য করমুক্ত গ্র্যাচুইটি ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করেছিল কেন্দ্র। সপ্তম কেন্দ্রীয় পে কমিশন কার্যকরী হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারিদেরও ১০ থেকে করমুক্ত গ্র্যাচুইটি করা হয় ২০ লক্ষ টাকা।

Share
Published by
News Desk