Business

কর্পোরেট করে সুবিধা, সংস্থার জন্যও আসতে পারে আধার কার্ড

Published by
News Desk

ব্যক্তিগত আয়করে কোনও সুবিধা না দিলেও কর্পোরেট করে বিশেষ সুবিধা দিল কেন্দ্র। কর্পোরেট করের ক্ষেত্রে যেসব সংস্থার বাৎসরিক টার্নওভার ২৫০ কোটি টাকা, তাদের কর ২৫ শতাংশ করে দিয়েছেন অর্থমন্ত্রী। এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী দাবি করেন এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প লাভবান হবে। তিনি বলেন, দেশের ৯৯ শতাংশ এমএসএমই সংস্থা কর প্রদান করেছে। যা অত্যন্ত ভাল ইঙ্গিত। তাই তাদের সুবিধার দিকে জোর দেওয়া হল। তবে যেসব সংস্থার বাৎসরিক টার্নওভার ২৫০ কোটি টাকার বেশি তাদের ৩০ শতাংশ দেয় কর অপরিবর্তিতই রাখা হয়েছে।

এদিকে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী শেয়ার কেনাবেচার সময়ে ১ লক্ষ টাকার ওপর কেনা বেচা হলে তার ওপর ১০ শতাংশ কর আরোপ করেছে সরকার। তবে স্বল্পকালীন ক্যাপিটাল ট্যাক্স ১৫ শতাংশই থেকে গিয়েছে। এদিকে ব্যক্তিগত ক্ষেত্রের মতই দেশের বিভিন্ন সংস্থার ক্ষেত্রেও আধারের মত কার্ড আনার পরিকল্পনার কথা এদিন বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts