Business

বাজেটে সিনিয়র সিটিজেনদের বিশেষ ছাড়

Published by
News Desk

মধ্যবিত্তদের শূন্য হাতে ফেরালেও সিনিয়র সিটিজেনদের দিকটা কিছুটা হলেও গুরুত্ব পেল বাজেটে। এদিন ২০১৮-১৯-এর বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন সিনিয়র সিটিজেনদের ডাকঘরে রাখা সঞ্চয়, ব্যাঙ্কের সুদ বা ফিক্সড ডিপোজিট সহ সাকুল্যে মোট সুদের অঙ্ক ৫০ হাজার টাকা পর্যন্ত হলে তার ওপর টিডিএস কাটা হবে না। এছাড়া স্বাস্থ্য বীমার ক্ষেত্রে ৮০-ডি-তে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রিমিয়ামে ছাড় পাবেন তাঁরা।

এদিনের ঘোষণার ফলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা ডাকঘরে মান্থলি ইনকাম স্কিমে থাকা মানুষজন অনেকটাই উপকৃত হবেন। দেশের বয়স্ক মানুষজনের জন্য অবশ্যই এটা সুখের খবর।

Share
Published by
News Desk

Recent Posts