Business

পেট্রোল, ডিজেলে অন্তঃশুল্ক হ্রাস, কিছুটা স্বস্তি দামে

Published by
News Desk

পেট্রোল, ডিজেলের দাম যেভাবে হুহু করে বাড়ছে তাতে ক্রমশ শোচনীয় আকার নিচ্ছিল পরিস্থিতি। শুধু যাঁরা গাড়ি, বাইক চড়েন তাঁদের জন্যই নয়, আমজনতার জন্যও তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ পরিবহণের খরচ বাড়া মানে সব জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। এটা যে সরকারকেও স্বস্তিতে থাকতে দিচ্ছে না, তাও পরিস্কার হয়ে গিয়েছিল।

বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল যখন অন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম কমছে তখনও ভারতের বাজার আগুন থাকছে। সেসব কথা মাথায় রেখেই হয়ত পেট্রোল ও ডিজেলের ওপর অন্তঃশুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হল বাজেটে। এদিন অর্থমন্ত্রী জানান পেট্রোল, ডিজেলে অন্তঃশুল্ক লিটার প্রতি ২ টাকা করে হ্রাস করা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts