Business

রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালের মাইনে বাড়ল

Published by
News Desk

বাজেটে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের মাইনে বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রাষ্ট্রপতির মাইনে ৫ লক্ষ টাকা। উপরাষ্ট্রপতির মাইনে ৪ লক্ষ টাকা ও রাজ্যপালদের মাইনে সাড়ে ৩ লক্ষ টাকা করা হল বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার ফলে রাষ্ট্রপতির মাইনে ২০০ শতাংশ বৃদ্ধি পেল। কেননা এতদিন রাষ্ট্রপতি মাইনে পেতেন মাসে দেড় লক্ষ টাকা। উপরাষ্ট্রপতি পেতেন ১ লক্ষ ১০ হাজার টাকা। এর আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির মাইনে বাড়ানো হয়েছিল রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সময়ে।

এই ঘোষণার পরই বাজেট পেশের মাঝেই সংসদে শোরগোল পড়ে যায়। হাসিমুখে অর্থমন্ত্রী জানান, সবুর করুন এখনও ঘোষণা বাকি আছে। তারপরই তিনি জানান সাংসদের মাইনেও প্রতি ৫ বছর অন্তর সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Share
Published by
News Desk

Recent Posts