Business

বিটকয়েন সহ যাবতীয় ক্রিপ্টো কারেন্সি ভারতে বেআইনি, জানিয়ে দিলেন জেটলি

Published by
News Desk

২০১৮-১৯ কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে এদিন ক্রিপ্টো কারেন্সি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতে যে কোনও ধরণের ভার্চুয়াল কারেন্সির কোনও জায়গা নেই, তা এদিন পরিস্কার করে বুঝিয়ে দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন বিটকয়েন সহ কোনও ধরণের ক্রিপ্টো কারেন্সিকে ভারত সরকার মান্যতা দেয়না। অর্থাৎ সহজ কথায় সেগুলি এ দেশে বেআইনি।

প্রসঙ্গত ‘ওয়ানাক্রাই’ ম্যালওয়ারের হাত ধরে বিটকয়েনের নাম লোকমুখে ছড়িয়ে পড়ে। সাইবার জগতের মানুষজন বিটকয়েনের নাম আগেই জানতেন। সাইবার মুদ্রা হিসাবে এমনই ক্রিপ্টো কারেন্সি ক্রমশ আধিপত্য বিস্তার করছে। তা শুধু ভারত নয়, অনেক দেশেই। যা নিয়ে বিভিন্ন সরকার উদ্বিগ্নও। ভারত সরকার যে এর ব্যবহার কোনওমতেই মেনে নিচ্ছে না তা এদিন বাজেট ভাষণ থেকেই স্পষ্ট করে দিলেন জেটলি।

Share
Published by
News Desk

Recent Posts