National

নারী ও দরিদ্র স্বাস্থ্যে জোর বাজেটে

Published by
News Desk

প্রত্যন্ত গ্রামে গর্ভবতী মহিলাদের প্রসবের দায়িত্ব থাকে দাইমাদের হাতেই। তাতে প্রাণহানির আশঙ্কাও থাকে। তাই আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন মহিলারা হাসপাতালে গিয়ে প্রসব করালে বিশেষ সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অর্থমন্ত্রী এদিন বাজেটে গর্ভবতী মহিলারা হাসপাতালে গিয়ে প্রসব করালে ৬ হাজার টাকা করে পাবেন বলে আশ্বস্ত করেছেন। তবে সেই সুযোগ পেতে ওই মহিলাকে প্রসবের আগে হাসপাতালে পৌঁছতে হবে। তাঁর আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যে অ্যাকাউন্টে সরকার তাঁর প্রাপ্য ৬ হাজার টাকা পাঠিয়ে দেবে। এছাড়া নারী ও শিশু কল্যাণে ১ লক্ষ ৮৪ হাজার ৬৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

প্রতিটি গ্রামে মহিলা শক্তি কেন্দ্র গড়ে তোলার কথাও বলা হয়েছে বাজেটে। ২০২৫ সালের মধ্যে ‌যক্ষা, কুষ্ঠ ও কালাজ্বরমুক্ত ভারত গড়ার জন্যও উদ্যোগ শুরুর কথা বাজেটে ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ড ও গুজরাটে ২টি এইমস গড়ার কথাও এদিন ঘোষণায় জায়গা পেয়েছে। বাজেটে আশ্বস্ত করা হয়েছে দেড় লক্ষ হেলথ সাব-সেন্টারকে হেলথ ওয়েলনেস সেন্টারে পর্যবসিত করা হবে। এছাড়া তফশিলি জাতিদের উন্নয়নে ৫২ হাজার ৩৯৩ কোটি টাকা ও তফশিলি উপজাতিদের জন্য ৩১ হাজার কোটি টাকা ব্যয়বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

Share
Published by
News Desk