National

সিগারেট, বিড়ি, গুটখায় কোপ, কমছে নাইলন, সিএনজি, ওয়াটার পিউরিফায়ারের দাম

Published by
News Desk

বাজেটে তামাকজাত পণ্যের ওপর সহানুভূতিশীল হতে সরকারকে বড় একটা দেখা যায়না। এবারও তা হয়নি। তামাকজাত দ্রব্যে কর বাড়ানোয় স্বাভাবিকভাবেই বেড়েছে সেগুলির দাম। সিগারেট, বিড়ি, পানমশলা, গুটখার দাম বেড়েছে। সৌরশক্তির ব্যবহার বাড়াতে কমানো হয়েছে সোলার প্যানেলের ওপর কর। তাছাড়া ক্যাশলেস অর্থনীতির কথা মাথায় রেখে পিওসি মেশিনের ওপর কর কমানো হয়েছে। সার্বিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কমেছে ওয়াটার পিউরিফায়ারের দামও। এবারের বাজেটে যেসব জিনিসের দাম বেড়েছে সেগুলির মধ্যে রয়েছে, কাজুবাদাম, রুপোর কয়েন, মোবাইলের সার্কিট যা মোবাইলের দাম বাড়াবে, সিগারেট, বিড়ি, পানমশলা, গুটখার। অন্যদিকে দাম কমেছে, নাইলন, সোলার প্যানেল, রেলের ই-টিকিট, সিএনজি, ফিঙ্গার প্রিন্ট মেশিন, ওয়াটার পিউরিফায়ার, বায়ুচালিত এনার্জি জেনারেটরের।

 

Share
Published by
News Desk