World

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বোমাবর্ষণ, চেরনোবিলের দখল নিল রাশিয়ান সেনা

ইউক্রেনে আক্রমণের দাপট বাড়াচ্ছে রাশিয়া। যুদ্ধ ঘোষণার ২ দিনের মাথায় একদম ইউক্রেনের রাজধানীতেই বোমাবর্ষণ করল রাশিয়া। চেরনোবিলের দখল নিল রাশিয়ান সেনা।

Published by
News Desk

ইউক্রেন আক্রমণের ২ দিনের মাথায় এবার পরপর ২টি বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। তবে কিয়েভের আকাশে রাশিয়ার কোনও বিমান হানা হয়নি বলেই জানাচ্ছে সংবাদমাধ্যম। তবে কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরেই ইউক্রেনের একটি বিমানঘাঁটির দখল নিয়েছে রাশিয়ার সেনা।

কিয়েভের বাসিন্দাদের দ্রুত বম্ব শেল্টারে আশ্রয় নিতে বলেছে প্রশাসন। ইউক্রেনের তরফে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে রাশিয়া যে কোনও মুহুর্তে কিয়েভে বিমান হানা ঘটাতে পারে।

যুদ্ধে যেকোনও দেশের রাজধানী দখলকে একটা বড় সাফল্য বলে মনে করা হয়। আর রাশিয়া যেভাবে আক্রমণ করছে তাতে ইউক্রেনের পক্ষে সমানতালে প্রতিরোধ গড়ে তোলা হয়তো সম্ভব হচ্ছেনা।

রাশিয়া খুব দ্রুত ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আক্রমণের তেজ বাড়িয়েছে। ইউক্রেনের চেরনোবিল বিশ্বখ্যাত তার পরমাণু চুল্লির কারণে। জানা যাচ্ছে রাশিয়ার সেনা চেরনোবিল তাদের দখলে নিয়েছে। আর তা করতে গিয়ে ক্ষতি হয়েছে চেরনোবিল পরমাণু চুল্লির।

যা থেকে তেজস্ক্রিয় পদার্থ নানা জায়গায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন। সত্যিই যদি তা হয় তাহলে পূর্ব ইউরোপীয় দেশগুলির জন্য তা যথেষ্ট চিন্তার কারণ হতে পারে।

তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের জন্য, মানবসমাজের জন্য এক ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। যা কার্যত অনেক দেশের ঘুম উড়িয়ে দিয়েছে। এদিকে এই যুদ্ধের জেরে বিশ্বজুড়েই ধ্বসে পড়েছে শেয়ার বাজার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts