World

সার্কাস চলাকালীন ট্রেনারের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ

Published by
News Desk

চারধারে জাল দিয়ে ঘেরা। জালের মধ্যে সার্কাসের রিং। সেখানেই ৩টি সিংহ খেলা দেখানোর জন্য প্রস্তুত। সামনে দাঁড়িয়ে তাদের ট্রেনার হামাদা কোটা। সেই ছবি ক্যামেরাবন্দি করছিলেন দর্শকরা। হামাদা একটি সিংহকে ডাকার চেষ্টা করেন। এগিয়ে আসে অন্য একটি সিংহ। তারপর ক্রমশ সেটি তাঁর কাছে আসতে থাকে। হাতের লাঠি উঁচিয়ে তাকে সরানোর চেষ্টা করেন হামাদা। কিন্তু সিংহ নাছোড়। আচমকাই সে ঝাঁপিয়ে পড়ে হামাদার ওপর। সিংহের ওজন সামলানো মুখে কথা নয়। পড়ে যান হামাদা। আর তার ওপর চড়ে যায় সিংহটি। সেই ভয়ংকর দৃশ্য দেখে আঁতকে ওঠেন দর্শকরা। আর্তনাদ করতে থাকেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে ইউক্রেনের একটি সার্কাসে। সার্কাসে খেলা দেখানোর সময় এমন ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও একটি হাত দিয়ে দ্রুত সিংহটিকে সরিয়ে দেন হামাদা। সিংহ সরে যায়। কিন্তু ততক্ষণে তাঁর হাত, পা ও পিঠ রক্তাক্ত করে দিয়েছে সিংহটি। যদিও পরে হামাদা সংবাদমাধ্যমকে জানান তিনি ঠিক আছেন। পরে সার্কাসের শোটিও সম্পূর্ণ করা হয়।

এমন ঘটনায় পশুদের জন্য কাজ করা সংগঠনগুলি সরব হয়েছে। অবিলম্বে সার্কাসে সিংহদের নিয়ে খেলা দেখানো বন্ধ করার পক্ষে সওয়াল করেছে তারা। কিন্তু ওই সিংহটি এমন কেন করল? হামাদা মনে করছেন, ওই জায়গাটি তাদের কাছে নতুন। নতুন জায়গার সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই সিংহগুলিকে খেলায় নামানোয় এমন ঘটনা ঘটেছে।

Share
Published by
News Desk
Tags: Ukraine

Recent Posts