World

যত দ্রুত সম্ভব শহর ছেড়ে পশ্চিম প্রান্তের দিকে পালান, বার্তা ভারতীয় দূতাবাসের

ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয় ছাত্রছাত্রী সহ ভারতীয়দের ফিরিয়ে আনছে ভারত সরকার। এবার কিন্তু অন্য পরামর্শ দিল ভারতীয় দূতাবাস। দ্রুত কিয়েভ ছাড়ার পরামর্শ।

Published by
News Desk

যত দ্রুত সম্ভব ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালান। কার্যত এসওএস বার্তার মত করেই ভারতীয়দের কিয়েভ ছাড়তে বলল ভারতীয় দূতাবাস।

ভারত সরকার রোমানিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরি সীমান্ত দিয়ে ভারতীয়দের বার করে এনে সেখান থেকে দেশে ফিরিয়ে আনছে। কিন্তু এখনও ইউক্রেনে হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী সহ ভারতীয়রা আটকে রয়েছেন।

ইউক্রেনের বিভিন্ন শহরে রয়েছেন ভারতীয়রা। তবে যত দ্রুত সম্ভব কিয়েভ ছাড়তেই পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। এমনকি দূতাবাসের পরামর্শ একদিনের মধ্যেই কিয়েভ ছাড়তে হবে সকল ভারতীয়কে। সামনে যা পাবে তাতেই চড়ে শহর ছাড়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

তবে কি কিয়েভে এবার ভয়ংকর হানা আছড়ে পড়তে চলেছে? জানা যাচ্ছে কিয়েভ শহরের রাস্তায় এখন ঘুরছে রাশিয়ার সেনা। অর্থাৎ তারা কিয়েভে তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে।

এবার আকাশপথে কিয়েভে হামলা চালাতে চলেছে রাশিয়ার যুদ্ধবিমান। আর তা শুরু হলে কিয়েভে বহু আমজনতার প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে। সেই মৃত্যু মিছিলে যাতে ভারতীয়দের পড়তে না হয় তাই ভারতীয় দূতাবাস চাইছে যত দ্রুত সম্ভব কিয়েভ ছাড়ুন দেশের মানুষ।

কিয়েভে ভারতীয় নাগরিক বলতে এখন রয়ে গেছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। ভারতীয় দূতাবাসের তরফে পরামর্শ দেওয়া হয়েছে তাঁরা যেন আর সময় নষ্ট না করে রেলস্টেশনের দিকে রওনা দেন। সেখান থেকে ইউক্রেনের পশ্চিম প্রান্তমুখী ট্রেনে যে ভাবে হোক চড়ে পড়তে হবে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk