World

গাড়িতে দেশের পতাকা লাগিয়ে সীমান্তের দিকে এগোনোর পরামর্শ ভারতীয় পড়ুয়াদের

ইউক্রেনে রাশিয়া হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভে ঢুকেছে রাশিয়ার সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ছাত্রদের ফেরানোর বিশেষ উদ্যোগ নেওয়া হল।

Published by
News Desk

দেশের পতাকার একটা বড় প্রিন্ট আউট বার করে তা গাড়িতে বা বাসে লাগিয়ে নিতে হবে। যাতে তা স্পষ্ট দেখা যায়। তারপর সেই গাড়িতে বেরিয়ে পড়তে হবে সীমান্তের উদ্দেশে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের এমনই পরামর্শ দিল সেখানকার ভারতীয় দূতাবাস।

বাঙালি সহ ভারতের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী যুদ্ধের মধ্যে আটকে পড়েছেন ইউক্রেনে। বাইরে বোমাবর্ষণের শব্দ হয়েই চলেছে। তারমধ্যেই প্রাণ হাতে করে তাঁরা এখন চাইছেন যে করে হোক তাঁদের ইউক্রেন থেকে বার করে নিয়ে যাক ভারত সরকার। এজন্য সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর্তি জানিয়েছেন।

এদিকে ইউক্রেনের আকাশে বিমান চলাচল বন্ধ। ফলে সেখানে বিমান পাঠিয়েও ছাত্রদের উদ্ধার সম্ভব হচ্ছে না। তাই অন্য রাস্তা নিয়েছে ভারত সরকার।

ইউক্রেন লাগোয়া পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্তে ভারতের তরফে ক্যাম্প করা হয়েছে। ইউক্রেন সীমান্ত পার করে সেখানে ভারতীয় ছাত্রছাত্রীরা পৌঁছলেই তাঁদের সেখান থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

এজন্য ছাত্রছাত্রীদের সঙ্গে রাখতে বলা হয়েছে তাঁদের পাসপোর্ট, নগদ টাকা যা ডলার হলে ভাল এবং পারলে টিকাকরণের সার্টিফিকেট। সেখান থেকে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে তৈরি ভারতীয় বায়ুসেনা। ছাত্রছাত্রীদের তারাই এয়ারলিফ্ট করবে।

এখন যা পরিস্থিতি তাতে ছাত্রছাত্রীদের কাছে এখন যেভাবে হোক একটা গাড়ির ব্যবস্থা করে তা নিয়ে সুস্থ অবস্থায় সীমান্ত পর্যন্ত পৌঁছনোই একটা চ্যালেঞ্জ। সীমান্ত পার করতে পারলে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা তৈরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Ukraine

Recent Posts