Categories: National

কুম্ভমেলায় ঝড়-বৃষ্টি, মৃত ৮

Published by
News Desk

প্রবল ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে চলা কুম্ভমেলায়। এদিন বেলায় প্রবল বৃষ্টি শুরু হয় উজ্জয়িনীতে। সঙ্গে ছিল প্রবল ঝড়ের তাণ্ডব। সেইসময়ে মেলার জন্য তৈরি সারিবদ্ধ তাঁবুর একটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এক সাধু ও চার পুণ্যার্থীর ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্য এক মহিলার বজ্রাঘাতে মৃত্যু হয়। এদিনের ঝড়-বৃষ্টিতে দেশের বিভিন্ন কোণা থেকে আসা ১০০ জন পুণ্যার্থী কমবেশি জখম হয়েছেন। এদিকে ঝড়-বৃষ্টিতে মেলার ব্যাপক ক্ষতি হয়েছে। বহু তাঁবু ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে বাতিস্তম্ভও। পুণ্যার্থীদের সুরক্ষার সবরকম বন্দোবস্ত সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার ও উজ্জয়িনী প্রশাসন।

Share
Published by
News Desk