SciTech

ভুলে কোন শহর ১ নম্বরে, চমক দিল অ্যাপ ক্যাব সংস্থা

অনেকে অনেক কিছু ভুলে ফেলে যান গাড়িতেই। কি কি জিনিস তাঁরা সবচেয়ে বেশি ফেলে যান তার তালিকা দিল অ্যাপ ক্যাব সংস্থা।

Published by
News Desk

গাড়ি চড়ার পর গন্তব্য এলে নেমে যান সকলে। সে ট্যাক্সি হতে পারে বা অ্যাপ ক্যাব বা বাস। কিন্তু নামার সময় সঙ্গে নিয়ে ওঠা সব জিনিস তাঁরা ঠিক করে নিয়ে নামলেন কিনা তা নজর করেননা। অনেকে ভুলো মনেই ফেলে রেখে নেমে যান গন্তব্যে।

এমন বহু হারানো বস্তুর অভিযোগ পায় অ্যাপ ক্যাব সংস্থাগুলি। উবার নামে অ্যাপ ক্যাব সংস্থা এবার সেই হারানো বস্তুর হালহকিকত সকলে জানাল।

যাত্রীরা তাঁদের ক্যাব বুক করে তাতে চেপে গন্তব্যে পৌঁছন। নেমেও যান। কিন্তু গাড়িতেই অনেকে অনেক কিছু ফেলে যান। যার তালিকা বেশ চমকপ্রদ।

উবার দাবি করেছে, তাদের গাড়িতেই ফেলে যাওয়া জিনিসগুলির মধ্যে কখনও পাওয়া যায় প্রসাদ, কখনও কোনও কয়েন সংগ্রাহকের সংগ্রহ করা নানারকম কয়েন, কখনও পাওয়া যায় হেয়ার ট্রিমার তো কখনও পাওয়া যায় পাসপোর্ট, ব্যাঙ্কের কাগজপত্র বা ব্যবসায়িক কাগজপত্র।

উবারের দাবি, সবচেয়ে ভুলো মনের মানুষের শহর তাদের কাছে দিল্লি। সেখানে সবচেয়ে বেশি মানুষ গাড়িতে কিছু না কিছু ফেলে যান। দিল্লি এই নিয়ে পরপর ২ বছর তাদের তালিকা অনুযায়ী সবচেয়ে ভুলো মনের শহর হল।

দিল্লির পরেই রয়েছে মুম্বই শহর। মুম্বই ভুলো মনের ক্ষেত্রে উবারের হিসাবে ২ নম্বরে। তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। আর চতুর্থ স্থানে হায়দরাবাদ। কলকাতার মানুষ তাই কিছুটা নিশ্চিন্ত থাকতে পারেন। তাঁরা অতটাও ভুলো মনের নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts