World

সমুদ্রে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুইফা

এই সময় একটার পর একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসে। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুইফা। যা নিয়ে সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই সব ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে।

Published by
News Desk

সমুদ্রে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় মুইফা। একটু একটু করে স্থলভাগের দিকে এগোতেও শুরু করেছে। যা স্থলভাগে আছড়ে পড়ার পর উপকূলীয় এলাকাগুলির প্রবল ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

মুইফার গতিবিধির ওপর কড়া নজর রাখছেন আবহবিদেরা। ইতিমধ্যেই উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়েছে। তৈরি রয়েছে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা দল। ২ প্রতিবেশি দেশেই শুরু হয়েছে তৎপরতা।

ঘূর্ণিঝড় মুইফা পূর্ব চিন সাগর হয়ে ক্রমশ এগিয়ে আসছে চিনের পূর্ব উপকূলের দিকে। এজন্য সেখানে লেভেল ফোর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ঝড় ছাড়াও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অতি প্রবল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সমস্ত জাহাজকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। যাতে সেগুলি বিপদের মধ্যে না পড়ে। উপকূলের ধার থেকে সকলকে সরে যেতে বলা হয়েছে।

শুধু চিন নয়, চিনের প্রতিবেশি দ্বীপরাষ্ট্র তাইওয়ানেও সতর্কতা জারি হয়েছে। ঝড়টি মঙ্গলবারের মধ্যে স্থলভাগে প্রবেশ করার কথা। তা প্রবেশ করলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা বোঝা না গেলেও সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকছে তাইওয়ান প্রশাসনও।

এই সময় চিন, তাইওয়ান ও ফিলিপিন্সের মত দেশগুলিতে একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। টাইফুন মুইফা চলতি বছরে এখানে হওয়া ১২ তম টাইফুন হতে চলেছে। কদিন আগেই হিন্নামোর নামে টাইফুনে তছনছ হয়েছে অনেক এলাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk