Categories: National

নাসিরুদ্দিনকে কড়া কথা শোনালেন টুইঙ্কল

Published by
News Desk

রাজেশ খান্নাকে নিম্নমানের অভিনেতা বলে টুইঙ্কল খান্নার তোপে পড়লেন নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সত্তরের দশকের প্রথমার্ধের ‘হার্টথ্রব’ রাজেশ খান্নাকে সাধারণ মানের অভিনেতা বলে ব্যাখ্যা করেন নাসিরুদ্দিন শাহ। তাঁর দাবি, সে সময়ে সিনেমার মান ছিল সাদামাটা। ফলে রাজেশ খান্না দ্রুত সাফল্যের শিখর ছুঁয়ে ফেলেন। কিন্তু আদপে তিনি ছিলেন একজন দুর্বল অভিনেতা। নাসিরুদ্দিনের এই বক্তব্য মুখ বুজে মেনে নেননি রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল। ট্যুইটে তিনি নাসিরুদ্দিনকে দু’কথা শুনিয়ে দিয়েছেন। ট্যুইটে টুইঙ্কল জানিয়েছেন একজন মৃত মানুষ, যিনি কোনও বক্তব্যের কোনও জবাবই কোনও দিন দিতে পারবেন না, তাঁকে এভাবে আক্রমণ করা অত্যন্ত কুরুচির লক্ষণ। মৃত মানুষকে সম্মান করার পাঠও নাসিরুদ্দিনকে দিয়েছেন টুইঙ্কল। তবে ঘটনাপ্রবাহকে আর বাড়তে দেননি নাসির। তিনি রবিবারই ক্ষমা চেয়ে নেন।

Share
Published by
News Desk