Entertainment

সহযাত্রীর মোজায় দুর্গন্ধ, দমবন্ধ হওয়ার যোগাড় টুইঙ্কলের!

Published by
News Desk

নেমে পালানোর পথ নেই। দূরে সরারও জায়গা নেই। এদিকে দম প্রায় বন্ধ হওয়ার জোগাড়। দ্রুত বিমানসেবিকাকে ডেকে পাঠালেন বলিউডের প্রাক্তন নায়িকা, অক্ষয় কুমারের স্ত্রী তথা রাজেশ খান্নার কন্যা টুইঙ্কল খান্না। তাঁর পাশেই বসে এক লেখক। বিমান তখন মাটি থেকে ৩০ হাজার ফুট উঁচুতে। বিমান সেবিকা আসতেই পুরো ব্যাপারটা খুলে বলেন টুইঙ্কল।

কী ব্যাপার? আসলে ওই লেখক সহযাত্রীর পায়ে যে ২টি মোজা রয়েছে সেখান থেকে বিকট দুর্গন্ধ বার হচ্ছে। আর তাতেই টুইঙ্কলের দমবন্ধ হওয়ার জোগাড়। বিমানসেবিকা সব দেখে মোজায় সুগন্ধি স্প্রে করে দেন। তবে ওই ব্যক্তি নিদ্রামগ্ন হওয়ার পর। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথাই ট্যুইটারে জানিয়েছেন অক্ষয়পত্নী। প্রায় আড়াই মাসের ছুটি কাটিয়ে ইউরোপ থেকে ফিরছিলেন বোনকে সঙ্গে নিয়ে। মুম্বইগামী সেই বিমানেই এমন গন্ধ হানার কবলে পড়তে হল এই বলিউড সুন্দরীকে।

Share
Published by
News Desk