World

তুরস্কে খুন রাশিয়ার রাষ্ট্রদূত

Published by
News Desk

তুরস্কে কর্মরত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে গুলি করে খুন করল এক বন্দুকবাজ। আঙ্কারাতে কারলভকে গুলি করা হয়। তুরস্কের দাবি, ওই আততায়ীকেও পাল্টা গুলিতে হত্যা করা হয়েছে। এদিন একটি সভায় ভাষণ দিচ্ছিলেন কারলভ। সেই সময় তাঁকে লক্ষ করে গুলি চালানো হয়। যদিও কারলভের বক্তৃতা থাকায় বাড়িটি সুরক্ষা বলয়ে মোড়া ছিল। তা সত্ত্বেও একজন বন্দুকবাজ কীভাবে বন্দুক নিয়ে এতদূর ঢুকে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। যদিও তুরস্কে আইএস যথেষ্ট সক্রিয়। ফলে পুলিশের প্রাথমিক সন্দেহ তাদের দিকেই গেছে।

 

Share
Published by
News Desk