Categories: World

বিয়েবাড়িতে জঙ্গিহানা, মৃত ৩০

Published by
News Desk

তুরস্কে জঙ্গি হানায় মৃত্যু হল ৩০ জনের। আহত শতাধিক। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। রবিবার ভোরের দিকে বিস্ফোরণটি হয় গাজিয়ানটেপ শহরের একটি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি। ফলে বহু মানুষ সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন। বিয়ে বাড়ির অনুষ্ঠানে সকলেই ছিলেন আনন্দে ফুর্তিতে। চলছিল হৈ হুল্লোড়। তারমধ্যেই আচমকা বিস্ফোরণটি ঘটে। মুহুর্তে বদলে যায় ছবি। বিয়ের খুশি নিমেষে শ্মশানের চেহারা নেয়। কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও পুলিশের অনুমান এই হামলার পিছনে আইএস-এর হাত থাকতে পারে। গাজিয়ানটেপ শহরটি সিরিয়ার সীমান্ত লাগোয়া। সেখানে কুর্দি জনগোষ্ঠীর মানুষের ভিড়। বিয়ে বাড়িতেও তাঁদেরই সংখ্যা বেশি ছিল। ফলে আইএস হামলার সম্ভাবনা আরও প্রবল হয়েছে। কিছুদিন আগেই তুরস্কে সেনা অভ্যুত্থান হয়েছিল। সেই ধাক্কা সামলে সবে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল ন্যাটোর অন্যতম সদস্য এই দেশ। কিন্তু তারমধ্যেই ফের বিস্ফোরণ নতুন করে আতঙ্কের জন্ম দিল।

Share
Published by
News Desk