Categories: National

অল্পের জন্য রক্ষা পেলেন হৃতিক রোশন

Published by
News Desk

কয়েক ঘণ্টার আগুপিছু। আর তাতেই প্রাণে বেঁচে গেলেন বলিউড তারকা হৃতিক রোশন ও তাঁর দুই ছেলে। মাদ্রিদে আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির থাকার পর হৃতিক তাঁর দুই ছেলেকে আফ্রিকা ঘোরাতে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। সেইমত তিনি মাদ্রিদ থেকে ইস্তানবুলের বিমান ধরেন। ঠিক ছিল ইস্তানবুল থেকে কানেকটিং বিমান ধরে দুই ছেলে হৃদান ও হৃহানকে নিয়ে আফ্রিকা পৌঁছবেন তিনি। কিন্তু ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে নেমে ৪২ বছরের এই বলিউড তারকা দেখেন তাঁদের কানেকটিং বিমান আগেই চলে গেছে। পরের বিমান পরদিন। এতটা সময় ইস্তানবুলে নষ্ট না করে অন্য একটি বিমানের ইকোনমিক ক্লাসে টিকিট কেটে ছেলেদের নিয়ে আফ্রিকার দিকে পাড়ি দেন হৃতিক। তাঁর ইস্তানবুল বিমানবন্দর ছাড়ার কয়েকঘণ্টা পরেই সেখানে আত্মঘাতী হামলা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান হৃতিক ও তাঁর দুই ছেলে।

Share
Published by
News Desk

Recent Posts