World

বর্ষবরণের রাতে নাইট ক্লাবে এলোপাথাড়ি গুলি, মৃত ৩৫

Published by
News Desk

বর্ষবরণের আনন্দের রাতকে রক্তাক্ত করতে ছাড়ল না সন্ত্রাসবাদীরা। ইন্তানবুলের ভিড়ে ঠাসা রয়না নাইট ক্লাবে তখন রাত দেড়টা। নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দে উদ্বেল বহু মানুষ। সেই সময়ে ভিড়ে মিশে যায় সান্টাক্লজ সাজা ২ বন্দুকবাজ। তারপর আচমকাই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে তারা। গুলিতে লুটিয়ে পড়তে থাকেন মানুষজন। পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যে যেদিকে দিয়ে পারেন বাঁচার জন্য পালানোর চেষ্টা করেন। যদিও শেষ রক্ষা হয়নি। ৩৫ জন এই গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঝাঁঝরা হয়ে যায় তাঁদের শরীর। গুলি রক্তাক্ত হয়ে মৃত্যু সঙ্গে পাঞ্জা কষছেন ৪০ জন।

বর্ষবরণের সুন্দর রাত মুহুর্তে আতঙ্কের রাত হয়ে যায় ইস্তানবুলে। পুলিশের ধারণা এর পিছনে আইএস-এর হাত রয়েছে। বেশ কিছুদিন ধরেই আইএসের নিশানা ইস্তানবুল। সেকথা মাথায় রেখে বর্ষবরণের রাতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। কিন্তু তার ফাঁক গলে হামলা চালাতে সক্ষম হল সন্ত্রাসবাদীরা।

Share
Published by
News Desk
Tags: Turkey

Recent Posts